মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নুরন্নাহার মির্জা আবুল কাশেম অডিটরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুণ কুমার সাহা,প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,মুনজুরুল ইসলাম মজনু তরফদার,নওজেশ আলী প্রমুখ। আলোচনা শেষে ৫ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।