Monday, February 26, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে হলিমিশন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা...

মাদারগঞ্জে হলিমিশন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ শহরের প্রথম সারির প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হলিমিশন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার দুপুরে হলিমিশন স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুগারী সহযোগী অধ্যাপক মোঃ আজিজুল হক। হলিমিশন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হলিমিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা মোঃ আবু সাইম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী হোসেন আলী বিএসসি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় হলিমিশন স্কুল কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments