মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান হলিমিশন হাইস্কুলের অভিভাবক সমাবেশ ও ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিমিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম। হলিমিশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিমিশন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমা সেলিম, সকারী শিক্ষক লেমন মিয়া সহ অনেকে। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় হলিমিশন হাইস্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ সকল শিক্ষক,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।