মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ এর
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার অত্র কলেজের আয়োজনে কলেজ মাঠপ্রাঙ্গণে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এরপর চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক,অত্র কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম রানা,মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান সোহেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ,কলেজ ছাত্রলীগের সভাপতি এহছানুল হক আরজু ও সাধারণ সম্পাদক আজিজুল বারী আজম প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ এর অন্যান্য শিক্ষক মণ্ডলীগণ উপস্থিত ছিলেন।