মাদারগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পূননির্বাচিত করা হচ্ছে দেশ প্রেমের অংশ। দেশরতœ শেখ হাসিনাকে নির্বাচিত করা হচ্ছে তরুণ প্রজন্মের স্বপ্নকে নিরাপদে রাখার একমাত্র মাধ্যম। সোমবার বিকালে জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সম্মেলন বক্তার বক্তব্যে তিনি এসব মন্তব্য করে। সাদ্দাম হোসেন আরো বলেন,বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অনেক গৌরবের, অনেক অহংকারের। ছাত্রলীগের কর্মী হওয়া মানেই মাথা নত না করার শপথ নেওয়া। উপজেলা ছাত্রলীগের সভাপতিত্বে মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুজন হাসানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী,সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন,সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমুখ।