মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে যাত্রা শুরু হলো মাদারগঞ্জ পপুলার ডায়াগনেস্টিক সেন্টারের। সোমবার দুপুরে বালিজুড়ি বাজারের দোস্ত মার্কেটের নিচতলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ পপুলার ডায়াগনেস্টিক সেন্টারের চেয়ারম্যান এস.এম রেজাউল করিমের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক,স্বপন ডায়াগনেস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ আব্দুল জব্বার প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠানটি সার্বিক উন্নতি ও দেশ জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মাদারগঞ্জ পপুলার ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতালের সকল পরিচালকগণ,স্থানীয় রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গসহ বালিজুড়ি বাজারের ব্যবসায়ীগণরা উপস্থিত ছিলেন।