Friday, June 9, 2023
Homeজাতীয়মামুনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

মামুনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

সদ্য প্রয়াত মামুনের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার (৩১মার্চ) বাদ আছর নামাজের পর নিহতের বড় ভাই মাসুদ রানা বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন আদর্শনগর মাদ্রাসার ইমাম ও খতিব। এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।

আদর্শনগর প্লট মালিক সমিতির সভাপতি মো. বাচ্চু বেপারী বলেন, মামুন সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।

জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু বলেন, শুধু মিলাদ-মাহফিল করে দায়িত্ব শেষ করলে হবে না। মামুনের  ছোট ছোট ২টি ছেলে-মেয়ে রেখে গেছেন। তাদের খোঁজ নেওয়াটাই হবে সবচেয়ে বড় দায়িত্ব। এ বিষয়টি যেন আমরা ভুলে না যাই।

মামুনকে গত রবিবার (২৬মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে চোর সন্দেহে  পিটিয়ে হত্যা করা হয়েছে ।

নিহতের বড় ভাই মাসুদ রানা বলেন, ‘মামুন রবিবার সকালে আমাদের মা ও তার স্ত্রী-সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিল। পরে পরিবারকে পাঠিয়ে দেয়। দুপুরের দিকে একজন ফোন দিয়ে জানায়, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। এরপর হাসপাতালে এসে জানলাম, আনসার সদস্য, হাসপাতালের অ্যাম্বুলেসের-চালক এবং হেলপাররা আমার ভাইকে চোর বলে প্রথমে ধাওয়া দেয়। পরে তাকে ধরে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলে।’

তিনি বলেন, ‘আমার ভাই চুরি করলে সেটার জন্য দেশে আইন আছে। কেন তাকে পিটিয়ে মারা হলো? এখন তার বউ-বাচ্চার কী হবে?’

এতে উপস্থিত ছিলেন আদর্শনগর প্লট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, মোশারফ হোসেন মুসা,  মো. মনির হোসেন, আব্দুর রহিম মাঝি, মো. শাহজাহান মিয়া, মো. মাহবুব, জাকির হোসেন প্রমুখ । মামুনকে কালশী কবরস্থানে সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments