এম এ রফিক : জামালপুর সদর উপজেলায় দিগপাইতে মামুন স্মৃতি পাবলিক স্কুলের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিগপাইতের ছোনটিয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মামুন স্মৃতি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ খলিলুর রহমান।
স্বাগতিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং দিগপাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার বাবু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমা মোজাফফর আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছমা খাতুন, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ আলী আকন্দ, হাছনা মফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাজেরা মোকছেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন মামুন স্মৃতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। সবশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।