Thursday, May 26, 2022
Homeবিনোদনমালাইকা আমার ভেতর বাহির সব জানে: অর্জুন

মালাইকা আমার ভেতর বাহির সব জানে: অর্জুন

আ.জা. বিনোদন:

বলিউড অভিনেতা অর্জুন কাপুর। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে আলোচনায় থাকেন তিনি। মডেল-অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে অনেকদিন থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন ‘ইশাকজাদে’ অভিনেতা। স¤প্রতি এক সাক্ষাৎকারে অর্জুনকে প্রশ্ন করা হয়Ñ কে তাকে সবচেয়ে ভালো জানেন। উত্তরে প্রেমিকা মালাইকার নাম জানান তিনি। অর্জুন বলেন, ‘আমার প্রেমিকা মালাইকা ভেতর বাহির সব জানে। এমনকি আমি যদি না বলি তবুও সে বুঝতে পারে যে, খারাপ সময় পার করছি অথবা কিছু একটা হয়েছে। আর ভালো থাকলেও খুব সহজেই তা ধরতে পারে।’ এর আগে অন্য এক সাক্ষাৎকারে বয়সে বড় নারীর সঙ্গে প্রেম প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমি সবসময়ই সম্মানসূচক একটি সীমা মেনে চলি। মালাইকা যেটিতে স্বচ্ছন্দ্যবোধ করে সেটিই করি। আর আমার ক্যারিয়ার এই সম্পর্কের ওপর যেন নির্ভরশীল হয়ে না পড়ে। এজন্য একটা সীমা থাকা প্রয়োজন। আমি আজ এই কথা বলছি কারণ সম্পর্কের প্রতি আমার সম্মান রয়েছে। আমরা সময় দিয়েছি। সবসময়ই চেষ্টা করেছি একটু স্পেস রেখে মর্যাদা দিতে।’ স¤প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের ‘সর্দার কা গ্র্যান্ডসন’। এই সিনেমায় আরো আছেনÑ রাকুল প্রীত সিং, নীনা গুপ্তা, জন আব্রাহাম প্রমুখ। ‘ভ‚ত পুলিশ’ ও ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় দেখা যাবে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments