হাফিজুর রহমান:
করোনাভাইরাস সংক্রমণ রোধে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় আইন অমান্য করে মাস্ক না পরার দায়ে দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বস্তরের মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদা বেগম পুলিশ ফোর্স নিয়ে জামালপুর শহরের প্রধান সড়কের ব্যস্ততম ফৌজদারী মোড় ও মির্জা আজম চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন। এ সময় মাস্ক না পরার দায়ে দুই জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ১৮৬০ সালের দন্ডবিধি ২৬৯ ধারার আইন অমান্য করে সংক্রামক ব্যাধি ছড়ানোর অপরাধে তাদেরকে এই জরিমানা করা হয়। পাশাপাশি তিনি স্থানীয়দের মাঝে মাস্কের উপকারিতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা। তিনি আরো জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে সারা জেলায় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।