আ.জা. আন্তর্জাতিক :
মিয়ানমারে পুলিশের গুলিতে গতকাল মঙ্গলবারও নয় বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে দমনপীড়ন উপেক্ষা করে দেশটির বিভিন্ন শহরে আন্দোলন অব্যাহত রয়েছে। কোনো কিছুতেই শান্ত হচ্ছে না মিয়ানমার। আন্তর্জাতিক স¤প্রদায়ের চাপ উপেক্ষা করেই সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানে জান্তা সরকার। অন্যদিকে, দমন পীড়ন উপেক্ষা করে প্রতিদিনই রাজপথে জোরদার হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। বুধবার সকাল থেকেই ইয়াঙ্গুন-মান্দালয়সহ বেশ কিছু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস-রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। মিয়ানমারে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেছেন জান্তা সরকারের নিয়োগ দেয়া পররাষ্ট্রমন্ত্রী উনা মং লুইন। আসিয়ানের সঙ্গে চলা ভার্চুয়াল বৈঠকে তিনি এমন দাবি করেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি। এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন দুটি অভিযোগ এনেছে সেনা সরকার। তার আইনজীবী খিন মং জ জানিয়েছেন, সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তাকে তিন বছরের বেশি কারাদÐ দেয়া হতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে জান্তা সরকারের দমন-পীড়ন জোরালো হতে থাকায় শুক্রবার আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহŸান জানিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর নিরাপত্তা পরিষদের বৈঠক হলেও চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ।