অনেক দিন থেকে ডাকা হয় না মা বলে,
সবাইকে ছেড়ে হঠাৎ কোথায় চলে গেলে।
তুমি ছিলে, আনন্দ ছিলো, সময় কাটত বেশ,
তুমিও নেই আনন্দও নেই দুঃখের নেইকো শেষ।
তোমায় ঘিরে আমরা ছিলাম একই ফ্রেমে বাঁধা,
তোমার চলে যাওয়ায় মাগো আমরা হলাম আধা।
এমন একটা সময় ছিল অপেক্ষায় ছিলে আমার,
পথের পানে চেয়ে থেকেও এখন দেখা পাই না তোমার।
আজকে যদি তুমি মাগো পাশে থাকতে আমার,
স্বপ্নগুলো পূরণ করতে উৎসাহ পেতাম তোমার।
তোমায় দেওয়া কথাগুলো মেনে চলবো আমি,
সেই কথারই ভিত্তিতে মোর জীবন গড়ব আমি।
সবশেষে মা একটি কথাই ভালো থেকো তুমি,
তোমার সাথে দেখা করব অতি শীগ্রই আমি!