নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, মিথ্যাচার করাই বিএনপির স্বভাব। মিথ্যার মধ্যে দিয়েই জন্ম হয়েছে এ দলটির। মিথ্যা দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ঢেকে রাখা যাবে না। পদ্মা সেতু নিয়ে আমেরিকা বিশ^ ব্যাংক ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোন লাভ হয়নি। ষড়যন্ত্রকারীরাও এখন পদ্ম সেতুর উপর দিয়ে যাতায়াত করে। তিনি গত মঙ্গলবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান।
স্থানীয় বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আলতাব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবাশশীর হাসান সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজি দিদার পাশা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ও সাবেক চেয়ারম্যান মোঃ হিল্লোল সরকার সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।