নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের চারদিন ব্যাপি আন্ত হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে করেজ চত্বরে এই প্রতিযোগীতার সমাপ্তি ঘটে। প্রতিযোগীতায় সার্বিকভাবে নজরুল হাউজ বিজয়ী হয়েছে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
এবছর আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সোহরাওয়ার্দী হাউস ও রানার আপ হয় নজরুল হাউস। ছোট দলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হন নজরুল হাউসের নবম শ্রেণির ক্যাডেট মাঈনুল। বড় দলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হন সোহরাওয়ার্দী হাউসের দ্বাদশ শ্রেণির ক্যাডেট মিনহাজ। ২০২২ সালের সার্বিক বিজয়ী হাউস নজরুল হাউস এবং উপ-বিজয়ী হাউস সোহরাওয়ার্দী হাউস।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন “জাতির পিতার পদচিহ্ন অঙ্কিত এই সবুজ ক্যাম্পাসে আপনাদের সঙ্গে সাক্ষাতের এই অভিজ্ঞতা আমার জীবনের মূল্যবান সঞ্চয় হিসেবে বিবেচিত হবে। আশা করছি, আমাদের ক্যাডেটরা জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট হবে।
গত ১৯ ডিসেম্বর সকালে কলেজ চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।