আ.জা. আন্তর্জাতিক:
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে সোমবার তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদিকে সোমবার সামরিক জান্তা সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে সহিংসতার কারণে মিয়ানমারের পুলিশ প্রধান থান হ্লাইং এবং সেনাবাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ডার অং সোয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ১লা ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর ২রা ফেব্রুয়ারি থান হ্লাইং কে পুলিশ প্রধান করার পর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের প্রতি সহিংস হয় পুলিশ। তিনি জান্তা সরকারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীও। অন্যদিকে, সেনা কমান্ডার অং সোও বিক্ষোভকারীদের দমনে পরিকল্পিতভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও কৌশল ব্যবহারে সেনা কর্মকর্তাদের লেলিয়ে দিয়েছিলেন।