আ. জা. আন্তর্জাতিক :
মিয়ানমারের ক্ষমতাচ্যুত শীর্ষ নেত্রী অং সান সু চি’র রাজনৈতিক দল এনএলডি’র এক নেতার পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। শনিবার খিন মং লাত নামের ওই নেতাকে আটক করে পুলিশ। পরে রোববার রাতে তিনি মারা যান। পুলিশি হেফাজতে তাকে নির্যাতনের অভিযোগ করেছেন এনএলডি’র নেতাকর্মীরা। খিন মং লাতের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও মরদেহের মাথায় কাছে একটি রক্তমাখা কাপড় বাঁধা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, শনিবার রাতভর ধরপাকড় চালানোর পরও রোববার মান্দালয়, ইয়াঙ্গুনসহ বড় বড় শহরগুলোর রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেমে আসে। মান্দালয়ে অন্তত ৭০ বিক্ষোভকারীকে আটক করা হয়। এছাড়া শহরটির একটি বিশবিদ্যালয়ের ভেতরে বিক্ষভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এ সময় দুই বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ছাড়া ইয়াঙ্গুন ও লাশিও শহরেও বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোঁড়া হয়।