Wednesday, August 4, 2021
Home আন্তর্জাতিক মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আ.জা. আন্তর্জাতিক:

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জান্তা সরকারের আলোচনার আগে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তার আগে বিক্ষোভকারীরা সমবেত হয়ে অভুত্থান বিরোধী স্লোগান দেয়। তবে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও এখন পর্যন্ত নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারি রোববার বিক্ষোভকারীদের ওপর চ‚ড়ান্ত রকমের সহিংস ভ‚মিকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিন পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। ভয়াবহ ওই নিপীড়নের দুই দিনের মধ্যে জান্তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছে আসিয়ান দেশগুলোর মন্ত্রীরা। গতকাল মঙ্গলবার এক ভিডিও কলের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে গতকাল মঙ্গলবার প্রতিদিনের মতো ইয়াঙ্গুনের রাস্তায় সমবেত হয় বহু বিক্ষোভকারী। শক্ত হ্যাট, পাতলা গ্লোব ও চশমা নিয়ে এবং অস্থায়ী ব্যারিকেড তৈরি করে বহু স্থানে সমবেত হয় বিক্ষোভকারীরা। মিয়ায়িনগন ইন্টারসেকশনে ২৪ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘উদ্বেগ আছে। কেউ জানে না কী ঘটতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের সরিয়ে দিতে তারা ভয় দেখানোর চেষ্টা করছে।’ ইয়াঙ্গুন ছাড়াও দেশটির বিভিন্ন শহরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অভ্যুত্থানের পর থেকে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

অলিম্পিকে সোনা জয় করলেন বেনসিচ

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে সুইসদের সবচেয়ে বেশি আশা ছিল যার কাছে, সেই রজার ফেদেরার অংশগ্রহণই করেননি। এরপর টেনিসে...

৭ মাসেই রিজওয়ানের বিশ্বরেকর্ড

আ.জা. স্পোর্টস: চলতি বছর শেষ হতে এখনো বাকি পাঁচ মাস। অথচ এর মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের...

ধর্মঘটে বসলেন ফ্রান্সের বক্সার

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে রোববার হেভিওয়েট বক্সিংয়ে ব্রিটিশ প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ফ্রান্সের বক্সার...

বহুদলীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত মিয়ানমারের জান্তা সরকার’

আ.জা. আন্তর্জাতিক: নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান,...

Recent Comments