সাইফুল ইসলাম:
মহান স্বাধীনতা যুদ্ধের ১১ নম্বর সেক্টর ধানুয়া কামালপুর ৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয়। দেশ স্বাধীনের শুভ সূচনাও হয় ১১নং সেক্টর থেকেই। সেই থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে। এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও স্থানীয় প্রশাসন নানান কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল ২৭ নভেম্বর বকশিগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ১১নং সেক্টর হানাদার মুক্ত দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়াদি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ আবুল কালাম আজাদ এমপি মহোদয় মোবাইল ফোনে প্রস্তুতিমূলক সভায় কর্মসূচি বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা দিয়েছেন। সভায় সভাপতিত্ব করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সদস্য সচিব কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ড. মোঃ মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উদযাপন কমিটি উপদেষ্টা আব্দুর রউফ তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার), বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজ উদ্দিন, বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান প্রমূখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বীর মুক্তিযোদ্ধা বশীর আহাম্মেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান হামদি, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।