সীমান্ত দাস : ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাধীনতাযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক কিলোমিটার পদযাত্রা করা হয়েছে। ২৬শে মার্চ সকালে উপজেলার পারপাড়া বধ্যভূমি থেকে বাউসি মুক্তিযোদ্ধা বিজয় সরণি পর্যন্ত এ পদযাত্রা হয়। জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘরের উদ্যোগে পদযাত্রাটি বের করা হয়।
জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘর সূত্রে জানা গেছে, পারপাড়া বধ্যভূমি থেকে আজ সকাল সাড়ে ছয়টার দিকে পদযাত্রা শুরু হয়। এক কিলোমিটার পদযাত্রা শেষ করা হয় মুক্তিযোদ্ধা বিজয় সরণিতে। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আলাউদ্দিন, মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমুখ।
জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর জানান, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ২০১৮ সাল থেকে এ পদযাত্রার আয়োজন করা হচ্ছে।