আ.জা. আন্তর্জাতিক :
জালিয়াতির অভিযোগে তিন বছর কানাডায় গৃহবন্দি থাকার পর মুক্তি পেলেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু। যুক্তরাষ্ট্রের সমঝোতার পর শুক্রবার কানাডার আদালতে উপস্থিত হলে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর শনিবার চীনে চলে যান ওয়ানঝু। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে জালিয়াতির অভিযোগে মেং ওয়ানঝুকে ভ্যাংকুভার বিমানবন্দর থেকে আটক করে কানাডা। এরপর থেকে তিনি তার ভ্যাংকুভারের বাড়িতে গৃহবন্দী ছিলেন। মার্কিন বিচার বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের সমঝোতায় মামলার বিচার প্রক্রিয়া মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, স্কাইকম নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে। তার আটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে চীনের সম্পর্কের অবনতিও ঘটে।