মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বুধবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৬ পয়সা। আর ২০৩ সালে স্বতন্ত্র ইপিএস হয়েছে ৪৮ পয়সা। যা ২০২২ সালে ছিল ৪৬ পয়সা।
২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দেখিয়েছে ২০ টাকা ৬৯ পয়সা।
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯২০টি। এই শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয় ৩৩ টাকা ৮০ পয়সায়।
কোম্পানিটি সর্বশেষ জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছে।