Wednesday, August 4, 2021
Home খেলাধুলা মুশফিক-ইমরুলদের ‘ঈদের ছুটি’

মুশফিক-ইমরুলদের ‘ঈদের ছুটি’

আ.জা. স্পোর্টস:

বেশ কয়েকজন ক্রিকেটারের চাহিদার ভিত্তিতে দেশের পাঁচ ভেন্যুতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ১০ দিন অনুশীলনের পর বুধবার থেকে শুরু হয়েছে তাদের ঈদের ছুটি। ঈদ উদযাপন শেষে আগামী ৮ আগস্ট আবারও অনুশীলনে ফিরবেন মুশফিক-ইমরুলরা। প্রাথমিকভাবে আট দিনের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা ছিল। তবে খেলোয়াড়দের অনুরোধে অনুশীলনের জন্য আরও দুই দিন বাড়ানো হয়। সেই অনুশীলন সূচি শেষ হয়েছে মঙ্গলবার। ঈদের বিরতির পর ৮ আগস্ট থেকে আবারও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন মুশফিকরা। বিসিবি সূত্রে জানা গেছে, ঈদের পর আরও বেশ কয়েকজন ক্রিকেটার যোগ দেবেন তাদের সঙ্গে। প্রথম পর্বে ১৪ ক্রিকেটার পাঁচটি ভেন্যুতে অনুশীলন করেছেন। ১৯ জুলাই থেকে চার ভেন্যু- ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামে ৯ জন খেলোয়াড় অংশ নিলেও পরবর্তীতে রাজশাহীতে আরও কয়েকজন ক্রিকেটার শুরু করেন অনুশীলন।

শুরুতে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও এনামুল হক। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান অনুশীলন করেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুক্ত হন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন অফস্পিনার নাঈম হাসান। ঈদের পর অনুশীলনে খেলোয়াড়ের সংখ্যা বাড়লে বিসিবি গ্রুপ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে বলে জানা গেছে। প্রতিটি গ্রুপে প্রাথমিকভাবে অল্পসংখ্যক খেলোয়াড় থাকতে পারে। পাশাপাশি অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজের কথা চিন্তা করে কন্ডিশনিং ক্যাম্পও শুরু করতে পারে। সেই ক্যাম্প জাতীয় দলের কোচিং স্টাফদের মাধ্যমেই পরিচালনা করার ইচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সবকিছু ঠিক থাকলে ঈদের পর কোচিং স্টাফদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

অলিম্পিকে সোনা জয় করলেন বেনসিচ

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে সুইসদের সবচেয়ে বেশি আশা ছিল যার কাছে, সেই রজার ফেদেরার অংশগ্রহণই করেননি। এরপর টেনিসে...

৭ মাসেই রিজওয়ানের বিশ্বরেকর্ড

আ.জা. স্পোর্টস: চলতি বছর শেষ হতে এখনো বাকি পাঁচ মাস। অথচ এর মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের...

ধর্মঘটে বসলেন ফ্রান্সের বক্সার

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে রোববার হেভিওয়েট বক্সিংয়ে ব্রিটিশ প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ফ্রান্সের বক্সার...

বহুদলীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত মিয়ানমারের জান্তা সরকার’

আ.জা. আন্তর্জাতিক: নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান,...

Recent Comments