মৃত্যুর বোঝা মাথায় নিয়ে জীবন খুঁজছে স্বপ্না

Oplus_131074

মোহাম্মদ আলী : কিডনিতে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে বর্তমানে তার কিডনি, হার্ট ও লিভার ব্লক হয়ে গেছে ! যতই দিন যাচ্ছে ততই মৃত্যু ঘনিয়ে আসছে। শরীর প্রতিমুহূর্ত তার জানান দিচ্ছে। ডাক্তার চিকিৎসকরা হাল ছেড়ে দিচ্ছেন! তারপরও সুন্দর এ পৃথিবীতে আপনজনের সাথে কিছুদিন বেঁচে থাকতে মানুষের দ্বারেদ্বারে জীবন খুঁজছে স্বপ্না (২৫)। কিন্তু, ৩ বছর যাবত সমাজ, প্রশাসন ও রাষ্ট্রের কাছে বাঁচার আকুতি জানিয়ে সাহায্য প্রার্থণা করলেও সারা পায়নি সে! কেউ আশ্বাস দেয়নি দায়িত্ব নেইনি পাশে দাঁড়ায়নি!
তবুও থেমে যায়নি তার জীবনকে খোঁজার ছুটে চলা। এ পথচলায় তার সাথে কেউ, পাশে কেউ নেই। নেই আগে পিছে। জীবন বাঁচানোর যুদ্ধে সে নিজেই যোদ্ধা, নিজেই সহযোদ্ধা, নিজেই সেনাপতি। যতক্ষণ হাত পা চলে ততক্ষণ লড়ে যেতে চায়। দেখে যেতে চায় পৃথিবী ও পৃথিবীর মানুষের আসলরূপ!
জামালপুরের দেওয়ানগঞ্জ বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা, পাথালিয়া গ্রামের দরিদ্র বাবার মেয়ে শাকিলা আক্তার স্বপ্না। ২০২২ সালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা নীরিক্ষার পর ধরা পড়ে সে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত রোগী। স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সে হাসপাতালে চিকিৎসক দল তাকে হৃদরোগ ইন্সটিটিউটে পাঠায়ন। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর মেডিক্যাল টিম রোগীর রোগ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার ও গবেষণার পর বুঝতে পারেন তার কিডনিতে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে তার কিডনি, হার্ট ও লিভার ব্লক হয়েছে। অপারেশন করাতে হবে। যার জন্য প্রয়োজন ৫ লাখ টাকা (১৫ লাখ) । যা কোনোক্রমেই তার পক্ষে যোগার করা সম্ভব নয়। ফলে নিশ্চিত মৃত্যু জেনেও চিকিৎসা থেকে পিছিয়ে আসতে হয় তাকে।
এরপর যতই দিন যাচ্ছে শরীর তার সক্রিয়তা হারাচ্ছে। দেহের ভিতরে অসুস্থতা বাহিরে প্রকাশ পাচ্ছে। সারা শরীরে পানি চলে এসেছে। দম ছোট যাচ্ছে। চলা বলার গতি কমে যাচ্ছে। মৃত্যুর যেন কাছাকাছি চলে এসেছে। কিন্তু, মৃত্যুর কোলে এতো তাড়াতাড়ি ঢলে পড়তে চায় না অদম্য স্বপ্না। এই সুন্দর পৃথিবীতে আপনজনের সাথে আরও কিছুদিন বাঁচতে চায় সে। স্বামীর সংসারে যেতে চায়, ছেলে মেয়ের মা ডাক শুনতে চায়।
কিন্তু, স্বপ্নার এই স্বপ্ন কি পূরণ হবে? স্রষ্টা বা সৃষ্টি কেউ কি তার স্বপ্ন পূরণে পাশে দাড়াবে? মৃত্যুর আগে এটাই দেখার অপেক্ষা স্বপ্নার!