Tuesday, March 21, 2023
Homeঅর্থনীতিমেট্রোরেল উদ্বোধন : কমল রিহ্যাব মেলার সময়

মেট্রোরেল উদ্বোধন : কমল রিহ্যাব মেলার সময়

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে আবাসন মেলা। বুধবার (২১ ডিসেম্বর) শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা আগামী ২৫ ডিসেম্বর (রোববার) রাত ৯টা পর্যন্ত চালু থাকার সময় নির্ধারিত ছিল। কিন্তু মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠানের সুবিধার্থে মেলা নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা আগেই শেষ হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রিহ্যাবের মেলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রিহ্যাবের ডেপুটি ম্যানেজার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রথম যাত্রী হিসেবে আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর গমনাগমন নিরাপত্তা নিশ্চিতে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল ভায়াডাক্ট (মাটির উপর দিয়ে তৈরি রাস্তা বা সেতু) সংলগ্ন এলাকার বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রিহ্যাব মেলা সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতির জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে মেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে বলা হয়। বিষয়টি নিয়ে আজ দুপুরে রিহ্যাবের পক্ষ থেকে এক জরুরি বৈঠক হয়। সেখানে মেলা ২৫ ডিসেম্বর রাত ৯টার পরিবর্তে দুপুর ২টায় শেষ করার সিদ্ধান্ত হয়। অর্থাৎ নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা আগেই শেষ হবে মেলা।    
 
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব প্রতিবছর ডিসেম্বর মাসে এই মেলার আয়োজন করে। প্রতিবারের মতো এবারও এক ছাদের নিচে রয়েছে ফ্ল্যাট, নির্মাণসামগ্রী এবং হোম লোনের সমাহার।

মেলায় তিনটি ডায়মন্ড প্যাভিলিয়ন, সাতটি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৩টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসহ রয়েছে ১৮০টি স্টল। প্রতিবছরের মতো এ বছরও মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা।

মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটে পাওয়া সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যে ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের র্যাফেল ড্র-তে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রতিদিন মেলা শেষে রাত ৯টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। র্যাফেল ড্র-তে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments