Thursday, June 8, 2023
Homeদেশজুড়েজেলার খবরমেয়ের বাড়ি থেকে ফেরা হলো না বৃদ্ধ বাবার

মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না বৃদ্ধ বাবার

নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হক (৬৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নওয়াপাড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান আব্দুল হক। এসময় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments