জামালপুরের মেলান্দহে ইউনিসেফ বাংলাদেশ এর দি হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে মেলান্দহ উপজেলা মির্জা আজম অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম এলাহী আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন প্রমুখ।
হাঙ্গার প্রোজেক্টের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা সমন্বয়কারী আতিক সুমন ও ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর মোঃ হামিদুল হক সিমান্ত, মেলান্দহ উপজেলা ইউথ লিডার মোঃ ইমরান মাহমুদ সহ জনপ্রতিনিধি, কলেজে অধ্যক্ষ, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।