মেলান্দহ সংবাদদাতা : জামালপুর জেলার মেলান্দহে কৃষক জিয়াউল হক (৫৫) হত্যা মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিহত জিয়াউল হক দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মেহার উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আহাজ উদ্দিন শিশুর ছেলে সাজু মিয়া (৪০), শুকুর আলীর ছেলে সুমন মিয়া (২৮), শাহাজ উদ্দিনের ছেলে আহাজ উদ্দিন শিশু (৬০), আহাজ উদ্দিন শিশুর ছেলে রাজু মিয়া (২৫) এবং সাজু মিয়ার ছেলে নাইমুল ইসলাম (২২)। জানা গেছে, গত শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাঙ্গালিয়া গ্রামের কৃষক জিয়াউল হক (৫৫) এবং আহাজ উদ্দিন শিশুর ছেলে সাজু কসাই (৪০) এর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০/১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জিয়াউল হককে প্রথমে ইসলামপুর পরে জামালপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় জিয়াউল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে জিয়াউল হকের মৃত্যুর খবরে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-এ ঘটনায় সবুুজ মিয়া (৩৫) বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। অপর আহত দুইজনকে পুলিশ পাহারায় মেলান্দহ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মেলান্দহে কৃষক হত্যা, গ্রেপ্তার ৫
