Saturday, April 1, 2023
Homeজামালপুরমেলান্দহে দুই শিশুর ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত

মেলান্দহে দুই শিশুর ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত

নিজস্ব সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ পৌরসভায় দুই শিশুর মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মেলান্দহ পৌরসভার নয়ানগর গ্রামের বাসিন্দা কাসেদ বেপারির ছেলে আব্দুল্লাহ (৮) সাথে মানিক মিয়ার মেয়ে মিতালী (৭) ঠাট্রা করে হিজড়া বলে উপহাস করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদে সংর্ঘষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কাসেদের লোকজন মানিক মিয়াকে বেধড়ক পিটুনী দিয়ে মারাত্বক ভাবে আহত করে।পরে মুমুর্ষবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়া(৪২)কে মৃত বলে ঘোষণা করেন। নিহত মানিক মিয়া নয়ানগর গ্রামের বাসিন্দা মোজাম্মেল বেপারির ছেলে। এলাকাবাসিরা জানান, পূর্বে থেকেই নিহত মানিক মিয়ার সাথে একই এলাকার বাসিন্দা কাসেদ বেপারি (৪০) এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এদিকে ওইদিন বিকালে কাসেদ (৪০) ও তার স্ত্রী পারভীন (৩৫)সহ বেলাল (৪২) তিনজন নিহতের পরিবারকে ফাঁসাতে মেলান্দহ থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদেরকে আটক করে থানায় রাখে।
এবিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments