মেলান্দহে বাড়িতে হামলা, ভাঙ্গচুর : মালামাল লুটপাটের ঘটনা

মোহাম্মদ আলী : দাবি করা টাকা না পেয়ে বাড়ি ঘরে হামলা, মারধর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। ১ মাসেও তদন্ত হয়নি ঘটনাস্থল। প্রকাশ্যে ঘুরছে আসামীরা। বাদীকে প্রাণনাশের হুমকি। গত ২২ এপ্রিল সোমবার জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মামলাসুত্রে জানা যায়, মামলার বাদী ফিরোজা বেগম স্বামী সাইফুল ইসলাম বাড়িতে একটি মিনি গার্মেন্টস চালান। শিপন ও ময়নার নেতৃত্বে স্থানীয় একটি দুষ্ট কিশোর গ্যাং মাঝে মধ্যেই তাদের কাছে টাকা দাবি করে। ঘটনার রাতে বাড়িতে স্বামীর অনুপস্থিতিকে পুঁজি করে ফিরোজার কাছে টাকা দাবি করে তারা। তিনি তা না দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে সাথে থাকা দা লাঠি দিয়ে তার ঘর ভাঙ্গচুর করে তাকে মারধর করে গার্মেন্টসের সেলাই মেশিন, থান কাপড়, নগদ টাকাসহ গহনাগাঁটি লুট করে নিয়ে যায় । এসময় মোবাইলে স্বামীর কাছে ঘটনার বিবরণ জানালে স্বামী ৯৯৯ ফোন করে সাহায্য চান। ফোন পেয়ে এসআই হাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গচুরের আলামত সংগ্রহ করে, থানায় মামলা করার পরামর্শ দেন। কিন্তু, তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় অগত্যা ৮জনকে আসামি করে জামালপুর আদালতে মামলা করেন।আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে মেলান্দহ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।কিন্তু, তার মাস গড়িয়ে গেলেও এখনো ঘটনাস্থল পরিদর্শনে যায়নি পুলিশ। অপরদিকে প্রাকশ্যে ঘুরাঘুরি করছে মামলার আসামিরা। বাদী পরিবারকে দিচ্ছে প্রাণনাশের হুমকি! আসামিদের ভয়ে আবদ্ধ জীবন যাপন করছেন তারা। এব্যাপারে মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ সব শুনে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে, আশ্বাস দিয়েছেন।