আব্দুল হাই:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য-সদস্যাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩য় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। মেলান্দহ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুশিয়া আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ হারুন, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সিরাজুল ইসলাম, মেলান্দহ থানার ওসি এম, এম, ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা প্রমুখ।