আব্দুল হাই : জামালপুর জেলা মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন আওতাধীন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রচার সম্পাদক আমির হামজা বিদ্যুৎ সাশ্রয়ে অবদান রেখে এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে বান্ধব হিসেবে ভুমিকা রেখে পরিচয় অর্জন করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সাশ্রয় করতে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ কে বাস্তবায়নে সহযোগী হিসেবে আমির হামজা তার নিজ এলাকায় এক সেচ পাম্পে ২০০ ওয়ার্ডের লাল বাল্ব ছিল সেই বাল্ব খোলে নিজ অর্থায়নে ৯ ওয়ার্ডের এল ইডি বাল্ব লাগিয়ে দেন। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুম বলেন, ২০০ ওয়ার্ড লাল বাল্বের যে পরিমান বিদ্যুৎ খরচ করতো,সেই তুলনায় ৯ ওয়ার্ডের এল ই ডি বাল্ব ব্যাবহারে কম খরচ হবে। অপর দিকে সেচ পাম্প এর মালিক সল্প খরচে বাল্ব পাওয়ায় আমির হামজা কে ধন্যবাদ জানান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় করতে সকল কে অনুরোধ জানান আমির হামজা।