নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ ডাঙ্গণে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এর ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, দক্ষিণ ঘোষেরপাড়া দাখিল মাদ্রাসার সুপার সেলিম উদ্দিন, এস এম মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা স্তরে মাত্র শতকরা ৩ ভাগ স্কুল সরকারি আর ৯৭ভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি। একই কারিকুলামে পাঠদান করা হয়। এই বিশাল বৈষম্য রেখে কাংখিত শিক্ষা প্রদান সম্ভব নয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষকদের বাসাভাড়া ১ হাজার আর চিকিৎসা ভাতা মাত্র ৫শটাকা। অথচ তূলনামূলকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অনেক ভালো। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার কাছে এই বৈষম্য নিরসনের দাবি জানান আন্দোলনরত শিক্ষকগন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, তারাকান্দী আলিম মাদরাসার সুপার আব্দুল আজিজ, নলছিয়া বানাবাধা দাখিল মাদ্রাসার সুপার শামছুল আলমসহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন মানববন্ধনে অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্র্বতী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
Related Posts
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেধে রাখার অভিযোগ
- AJ Desk
- June 22, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুটির সাথে […]
মেলান্দহে উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেনকে বিদায়ী সংবর্ধনা
- AJ Desk
- January 2, 2025
মোহাম্মদ আলী : দীর্ঘদিন একই ছাদের নীচে একই কর্মস্থলে এক সাথে কাজ করলেও সব কর্মকর্তার […]
ধর্মমন্ত্রীকে সংবর্ধনা, ইসলামপুরে সাজ সাজ রব
- AJ Desk
- January 23, 2024
ইসলামপুর সংবাদদাতা : জামালপুর-২ (ইসলামপুর) আসনে প্রতিমন্ত্রী থেকে পূণরায় মন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুরবাসী। বাংলাদেশ […]