আব্দুল হাই : জামালপুরে মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার ১১ মার্চ সকালে উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নের জাফরশাহী পচাবহলা (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জমির মালিক ওয়াজেদ জানান, পচাবহলা মৌজার হাল ২০১৫ নং খতিয়ানের ১৮৯ দাগের সাড়ে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই মিজান,নজরুল, আব্দুল্লাহ এবং লুৎফর গংদের সাথে দীর্ঘ-দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষকে প্রতিহত করতে গিয়ে তিনি ও তার স্ত্রী খোদেজা বেগম (৫০), ছেলে বউ সবুজা বেগম (২২) এমদাদুল (৩২) আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখনো তারা চিকিৎসাধীন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভোগছেন। আহত পরিবার উল্লেখিত ঘটনা সুবিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ভুক্তভোগী পরিবার। নাম প্রকাশের অনিচ্ছুক কতিপয় ব্যক্তি জানান, মিজান অনেক দিন ধরে ওয়াজেদ পরিবারকে নির্যাতন করে আসছে। সে জোরপূর্বক প্রতিপক্ষের বৈধ জমি জবর দখল করতে চায় এই শেষ নয়। গত সোমবার (১১ মার্চ) সকালে মিজানের নেতৃত্বে নজরুল, মিনহাজ, আব্দুলাহ, লুৎফর এবং মোমিন এরা, ওয়াজেদ, খোদেজা, সবুজা এবং এমদাদুলকে দেশীয় অস্ত্র, লাঠি, দা দিয়ে অতর্কিত হামলা গুরুত্ব আহত করে। আহতরদের মধ্যে খোদেদা বেগম অবস্থা আসংকজনক। মেলান্দহ থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদ বলেন- আহতদের অবস্থা অবস্থা সম্পর্কে আমি আবগত হয়েছি। অভিযোগ পেলে অপরাধ পেলে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ততামূলক শাস্তির ব্যবস্থা নিব।
Related Posts
মাদারগঞ্জে নানা আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত
- AJ Desk
- March 28, 2024
মাদারগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাধীনতা জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা […]
ইসলামপুরে ৬টি ইউনিয়ন পরিষদ ভবন নেই ডিজিটালাইজ সেবা থেকে বঞ্চিত গ্রহীতারা
- AJ Desk
- March 10, 2024
লিয়াকত হোসাইন লায়ন : জামালপুর ইসলামপুর উপজেলায় ৬টি ইউনিয়নে পরিষদে নিজস্ব কমপ্লেক্স ভবন না থাকায় […]
নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে মতবিনিময় সভা
- AJ Desk
- March 23, 2024
জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলা নরুন্দিতে বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং ইউনিয়ন শাখা ও সহযোগী […]