জুলফিকার আলম: জামালপুরের মেলান্দহের তেঘরিয়া এলাকার মালএশিয়া প্রবাসী মো. জয়নাল আব্দীন ও তার সহপাটীদের আর্থিক সহায়তায় এতিম, গরীব ও অসহায় মানুষের মাঝে ১৯ জানুয়ারি কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে মালএশিয়া প্রবাসী জয়নাল আব্দীনের পক্ষ থেকে তার বড় ভাই মাওঃ মো. জুবাইদ আলী নেজামী এতিম, গরীব ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এদিকে মেলান্দহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জুলফিকার আলম উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামালপুর সদরের হাসিল স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মো. সাইফুল ইসলাম।