Friday, September 29, 2023
Homeজামালপুরমেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ আহত-৬

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ আহত-৬

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় অটোরিকশার ৬ যাত্রী আহত হয়েছে। নিহত শাহীন মিয়া অটোরিকশা চালক স্থানীয় বানিপাকুরিয়া গ্রামের বুচা মিয়ার ছেলে। শনিবার বিকালে মেলান্দহের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মেলান্দহ থেকে দুইটি অটোরিকশা জামালপুরের দিকে আসছিলো। মালঞ্চ এলাকায় পৌছলে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে দুই অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়।
আহতদের মধ্যে মরিয়ম বেগম, রেজাউল করিম, নুরুল হককে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে এবং রানা সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাইভেটকারটি আটক করলেও পালিয়ে গেছে এর চালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments