নিজস্ব সংবাদদাতা : মেলান্দহ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণার দিনে আরো ৩৩ গৃহহীনকে ঘর প্রদান করা হলো। এ নিয়ে উপজেলার ঘরপ্রাপ্ত গৃহহীনের সংখ্যা দাঁড়ালো ৫ শতাধিক। বুধবার উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে মির্জা আজম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরজ্জামান। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ওসি তদন্ত কবির হোসেন প্রমূখ।