আব্দুল হাই : ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁকে ফুলেল শুভেচছা জানান। এ সময় জামালপুর জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আবু আহমেদ শাফী, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ সাব্বির সহ মেডিকেল অফিসারগণ,কনসাল্টেন্ট বৃন্দ ও হাসপাতালের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ শফিউর রহমান সন্তোষ প্রকাশ করেন।