মেলান্দহ সংবাদদাতা ; জামালপুরের মেলান্দহে মুক্ত স্কাউট গ্রুপের একযুগ পূর্তি উৎসব করেছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে রিপোর্টিং, দীক্ষা অনুষ্ঠান ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুক্ত স্কাউট ইউনিটের গ্রুপ লিডার মেহেদী হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।ওই দিন বিকেলে বর্ণাঢ্য আনন্দ র্যালী- শোভাযাত্রাুটি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে।মেলান্দহ মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি আলহাজ কিসমত পাশার সভাপতিত্বে আলোচনা সভা মহা তাঁবু জলসায়প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ স্কাউটস সভাপতি ও ইউএনও এসএম আলমগীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী দিদার পাশ, উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, সহকারি শিক্ষক কমিনুল ইসলাম, হারুনুর রশিদ, জাকির হোসাইন, নুরনবী, মাদারগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক তৌহিদুজ্জামান, মেলান্দহ উপজেলা স্কাউট সহকারী কমিশনার আবুল কালাম আজাদ, সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ মইন উদ্দিন, উপজেলা কাব লিডার মতিউর রহমান, মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মেহেদী হাসান, উপজেলা স্কাউট লিডার রফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য জাহিদ হাসান শেখ, শাকিল খান, রাজু প্রমুখ। অনুষ্ঠানে স্কাউটস মূল্যায়ন শেষে, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
Related Posts
জামালপুর সদরের নরুন্দী ইউনিয়নের আড়ালিয়া-দ্বাপনেশ্বর গ্রামের “রাস্তটির সংস্কার কি কখনো হবে না?”
- AJ Desk
- July 15, 2024
॥ মো: নোমান হোসাইন ॥ আমার শিক্ষা জীবন শুরু হয় আমার গ্রামের প্রাথমকি বিদ্যালয়ে। বিদ্যালয়টি […]
ইসলামপুরে উৎকোচ নেওয়া সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদন্ড
- AJ Desk
- January 9, 2024
ইসলামপুর সংবাদদাতা : জামালপুর-২ ইসলামপুর আসনে চৌধুরী কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী নামে এক সহকারী […]
এতিমদের নিয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের ইফতার
- AJ Desk
- March 23, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে দেড় শতাধিক এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে জামালপুর […]