মেলান্দহ সংবাদদাতা ; জামালপুরের মেলান্দহে মুক্ত স্কাউট গ্রুপের একযুগ পূর্তি উৎসব করেছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে রিপোর্টিং, দীক্ষা অনুষ্ঠান ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুক্ত স্কাউট ইউনিটের গ্রুপ লিডার মেহেদী হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।ওই দিন বিকেলে বর্ণাঢ্য আনন্দ র্যালী- শোভাযাত্রাুটি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে।মেলান্দহ মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি আলহাজ কিসমত পাশার সভাপতিত্বে আলোচনা সভা মহা তাঁবু জলসায়প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ স্কাউটস সভাপতি ও ইউএনও এসএম আলমগীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী দিদার পাশ, উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, সহকারি শিক্ষক কমিনুল ইসলাম, হারুনুর রশিদ, জাকির হোসাইন, নুরনবী, মাদারগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক তৌহিদুজ্জামান, মেলান্দহ উপজেলা স্কাউট সহকারী কমিশনার আবুল কালাম আজাদ, সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ মইন উদ্দিন, উপজেলা কাব লিডার মতিউর রহমান, মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মেহেদী হাসান, উপজেলা স্কাউট লিডার রফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য জাহিদ হাসান শেখ, শাকিল খান, রাজু প্রমুখ। অনুষ্ঠানে স্কাউটস মূল্যায়ন শেষে, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
Related Posts
সরিষাবাড়ীতে জাতীয় শিশু দিবস পালিত
- AJ Desk
- March 18, 2024
সরিষাবাড়ী সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় জামালপুরে সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪তম জন্ম বার্ষিকী […]
জলমহল দখল মুক্ত করার পর আবারো বেদখল তিনথোপা বিল
- AJ Desk
- March 28, 2024
রশীদুল আলম শিকদার : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন এর তিনথোপা বিল। এই বিল […]
মাদারগঞ্জে দোয়াত কলমের নির্বাচনী প্রচারকেন্দ্রে অগ্নিসংযোগ
- AJ Desk
- May 27, 2024
আসমাউল আসিফ : জামালপুরের মাদারগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচার […]