Monday, June 27, 2022
Homeজামালপুরমেষ্টায় ঝিনাইনদীর উপর এলাকাবাসীর উদ্যোগে ভাসমান সেতুর উদ্বোধন

মেষ্টায় ঝিনাইনদীর উপর এলাকাবাসীর উদ্যোগে ভাসমান সেতুর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন হতে মেলান্দহ উপজেলার গগনপুর-ঘোষেরপাড়া ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের জন্য এলাকাবাসীর উদ্যোগে ঝিনাইনদীর উপর ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। যা লম্বায় ২৩০ ফুট, প্রস্থ ৭ ফুট, নির্মাণ ব্যয় প্রায় ৮ লক্ষ টাকা। ভাসমান সেতু নির্মাণ হওয়ায় মাদারগঞ্জ উপজেলা, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হল চান্দের হাওড়া, গগনপুর, ঘোষেরপাড়া গ্রামের কয়েক হাজার মানুষের। গতকাল ভাসমান সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, মঞ্জুরুল হাসান দুলাল, শামীম রেজা রিপন, সামিউল হক, রবিউল ইসলাম, আব্দুল জলিল মেম্বার, ওহাব মেম্বার, মোনাজর হোসেন, হুমায়ুন, রঞ্জু আহমেদ, মঞ্জুরুল হাসান, খোরশেদ আলম, এখলাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ বলেন, আমরা অবহেলিত গ্রামের সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবৎ আমরা দাবী করে আসছিলাম এই ঝিনাইনদীর উপর একটি ব্রীজের জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। যার কারনে এলাকাবাসীর উদ্যোগে এই ভাসমান সেতু নির্মাণ করা হলো। এতে করে মেষ্টা এবং ঘোষেরপাড়া ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ তাদের কৃষিপণ্য সহ যাতায়াতে সুবিধা ভোগ করবে। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজেই বিদ্যালয়ে আসতে পারবে। এটা যেন আমাদের একটি বড় পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments