নিজস্ব সংবাদদাতা:
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর নিজস্ব তহবিল থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পাথালিয়া এলাকায় তার নিজ বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, সহ-সভাপতি বিএম রাজন, শহর যুব লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাজু, শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নূরে আলম জিকু, ১নং ওয়ার্ড (ইউনিট-১) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ আলী, শহর শ্রমিক লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন টাইগারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ। এ সময় পৌর এলাকার পাথালিয়া, গুয়াবাড়িয়া, কম্পপুর, চন্দ্রা এলাকার প্রায় ২ হাজার শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র(কম্বল) তুলে দেওয়া হয়।