Thursday, September 28, 2023
Homeবিনোদনমেয়েকে প্রায় হারাতে বসেছিলেন প্রিয়াঙ্কা

মেয়েকে প্রায় হারাতে বসেছিলেন প্রিয়াঙ্কা

সারোগেসির মাধ্যমে গত বছর সন্তানের মুখ দেখার সুখ পান প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি। প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্মেছিল মেয়ে মালতি। তাই তো জন্মের পর মেয়েকে আড়ালেই রেখেছিলেন প্রিয়াঙ্কা। নাম পর্যন্ত প্রকাশ্যে আনেননি। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে সর্ব প্রথম প্রকাশ্যে আনেন মেয়েকে।

সময়ের আগে জন্ম নেওয়ায় নানান সমস্যা দেখা দিয়েছিল মালতির। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা সেই সাক্ষাৎকারে জানান, তার জীবনের সবচেয়ে কঠিন সময়টা তখন ছিল যখন তিনি তার মেয়েকে প্রায় হারিয়ে ফেলছিলেন।

মালতির জন্মের পরের দিনগুলোর কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘নিক এবং আমি দিন ভাগ করে নিতাম। যাতে কেউ না কেউ সব সময় ছোট্ট মালতির সঙ্গে থাকে, তা সে সব সময় তার পাশে থাকা হোক বা এনআইসিইউ নার্সদের তাকে যত্ন করতে দেখা।’

তিনি আরও বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার মতো সময় আমার নেই। কারণ ও ভয় পেয়েছিল এবং দুর্বল ছিল। আমাকে মা হিসেবে তার শক্তি হয়ে উঠতে হয়েছিল। আমি তাকে প্রতিটি মুহুর্তে অনুভব করাতে চেয়েছিলাম যে সে একা নয়। আমরা তার পাশে আছি।’

এদিন মালতির প্রথম ভারত সফর নিয়েও মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, ‘এক বছরের খুদে মালতির প্রথম ভারত সফর বেশ মজাদার ছিল। সে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়া থেকে শুরু করে ভারতীয় খাবার খাওয়া পর্যন্ত সব ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে।’

উল্লেখ্য, শুক্রবার (২৮ এপ্রিল) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ডেভিড ওয়েইল পরিচালিত ওয়েব সিরিজ ‘সিটাডেল’।  স্পাই-থ্রিলার এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন। এছাড়াও আছেন স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতারা। অ্যাকশনে ভরপুর এই সিরিজটি প্রযোজনা করেছেন ‘অ্যাভেঞ্জারস’ খ্যাত রুশো ব্রাদার্স। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments