জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলা নরুন্দি তারাগঞ্জ গ্রামে মোনতাজ আলী হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করতে স্থানীয় গ্রামবাসী জানা যায় দীর্ঘদিন যাবত আক্তার ও তার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরুদ্ধে চলে আসছে সেই সুবাদে গত ৬ ডিসেম্বর শুক্রবারে দিন বিকালবেলা এলাকার গণ্যমান্য ব্যক্তি সালিশি বৈঠক করেন৷ উক্ত সালিশি বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক মোনতাজ আলীকে ১৭ শতাংশ ভূমি বুঝিয়ে দেন সালিশে বৈঠকের গণ্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত মোতাবেক উক্ত ভূমিতে বীজ বপন করতে গেলে অতর্কিতভাবে আক্তার হোসেন ৪-৫ জন লোক সাথে নিয়ে মোনতাজকে লাঠি পিঠা করে লাঠির আঘাতে মোনতাজ মাটিতে লুটিয়ে পড়লে অজ্ঞান অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোনতাজ কে মৃত ঘোষণা করেন৷ তাৎক্ষণিক নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ সংবাদ পেয়ে আসামিদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চালায় তাৎক্ষণিক বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকে আসামীরা গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা দিন বড়গ্রাম বড়গ্রাম ইউনিয়নের এলাকায় একটি বাড়িতে জামালপুর সদর থানা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি মোঃ হোসেন আলিকে (৫০) গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে৷ বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে৷ মানববন্ধনে স্থানীয় ব্যক্তি সাজু বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ মোনতাজ দোকানে সব সময় বসে থাকতো আমার খুব ভালো সঙ্গী ছিল মোনতাজ৷ কিন্তু তার পরিবারের সংসারে আয়ের একমাত্র অবলম্বন ছিল মোনতাজের একটু জমির জন্য নৃশংসভাবে পিটিয়ে হত্যা করল আক্তার গণের পরিবাররা সেই সাথে খুনিদের দৃষ্টান্তমূলক মূলক শাস্তিও ফাসি দাবি জনায় তিনি৷ বিএনপির নেতা রাজনীতিবিদ ভুট্টু জানান খবর পেয়ে দৌড়ে উক্ত জমিতে মোনতাজকে ফেরাতে গেলে হোসেন আক্তার দেশি অস্ত্র দিয়ে আমার উপরে আক্রমণ করে আমিও আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি৷ মোনতাজ মৃত্যুতে আমি মর্মাহত চোখের সামনে এখনো সেই দৃশ্য ভেসে উঠলে কান্নায় চলে আসে৷ কৃষক মোনতাজের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে
মোনতাজের খুনের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
![](https://ajkerjamalpur.com/wp-content/uploads/2024/12/Aj-14-1.jpg)