Saturday, April 1, 2023
Homeবিনোদনমৌসুমীকে নিয়েও কটূক্তি করেছিলেন মুরাদ হাসান

মৌসুমীকে নিয়েও কটূক্তি করেছিলেন মুরাদ হাসান

আ.জা. বিনোদন:

বেশ কয়েক বার বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে দ্রুত দেখা করতে বলে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন। অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এদিকে পদ হারাচ্ছেন ডা. মুরাদ হাসান এ খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার আরও কিছু ভিডিও। যেখানে তাকে অশ্লীল গালাগালি ও অশোভন মন্তব্য করতে দেখা গেছে। পাশাপাশি আলোচনায় উঠে আসছে অতীতে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড। যেখানে রয়েছে ঢাকাই সিনেমার অভিনেত্রী মৌসুমীকে নিয়ে কটূ মন্তব্য।

গত অক্টোবরের শেষ সপ্তাহে ‘স্বপ্নের রাজকুমার’ ছবির মহরতে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসান। সেখানে তিনি মৌসুমীকে নিয়ে বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’ অসাধারণ একটি ছবি। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনও অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন। বিষয়টি নিয়ে স¤প্রতি আবারও ব্যঙ্গাত্মকভাবে কথা বলেন মুরাদ। তিনি গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে বলেন, “এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভ‚মিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।” সেখানে তিনি আদর্শ ফিগার হিসেবে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরদের নাম উল্লেখ করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তখন সিনিয়র অভিনেত্রী মৌসুমীকে নিয়ে এসব মন্তব্যে বিব্রত হয়েছিলেন। তার এসব মন্তব্য নতুন করে আলোচনায় উঠে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments