Saturday, July 31, 2021
Home জাতীয় যমুনার ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

যমুনার ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স:

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান আমাদের অকৃত্রিম বন্ধু। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় জাপানের ছোট্ট ছোট্ট শিশুরা তাদের টিফিনের টাকা পর্যন্ত আমাদের জন্য দিয়েছে। স্বাধীনতার পর জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের কাজ শুরু করেন, তখন জাপান পাশে ছিল। জাপানের এই সহযোগিতার কথা আমরা স্মরণ করছি।’ তিনি বলেন, ‘জাতির পিতা ১৯৭২ সালে যখন জাপান যান, তখন তিনি জাপান সরকারকে যমুনা নদীর ওপর এই সেতু নির্মাণ করার জন্য অনুরোধ করেন। ১৯৫৩ সালে আওয়ামী লীগের যে সম্মেলন হয়, সেখানে এই সেতু নির্মাণের প্রস্তাবনা ছিল।’ শেখ হাসিনা বলেন, ‘১৯৭৪ সালে জাপান যমুনা নদীর ওপর কাজ শুরু করে। কিন্তু ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে তা থেমে যায়। যমুনা সেতু যখন নির্মাণ করা হয়, তখন আমার একটা মত ছিল, তাতে রেললাইন থাকবে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ লাইনও থাকতে হবে। এত বড় একটা নদীর ওপর সেতু হবে, এটা নিয়ে তখন প্রচন্ড বাধার মুখে পড়েছিলাম। পরে এর ডিজাইন হয়ে যায়। আমরা ক্ষমতায় আসার পর আবারও রেললাইন করার উদ্যোগ নিই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই সেতু নির্মাণের মূল লক্ষ্য হচ্ছে এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হওয়া।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

আশ্রিতাদের মুখে মলিণ হাসি

মোহাম্মদ আলী: আজকের রমরপাড়ার আশ্রিতদের ছিল ভাসমান বসতি। শেষ আশ্রয় ছিল ইউনিয়ন পরিষদের ভবনের সামনে। সেখান থেকে ঠাঁয় হয়েছে...

জামালপুরে শারীরিক প্রতিবন্ধী শাহিদা পেলেন পুলিশ সুপারের আর্থিক সহায়তা

এম.এ.রফিক: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোছাঃ শাহিদা খাতুনকে গতকাল বুধবার তার চিকিৎসার জন্য ১০ হাজার...

জামালপুর পৌরসভায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: জামালপুর পৌরসভায় কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে...

ইসলামপুরে লকডাউনে খোলা দোকান পাট, মাইকিং করে চলছে খেলার আয়োজন

ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুরে ‘কঠোর লকডাউনে’ খোলা রয়েছে দোকান-পাট, হাট-বাজার। বাজার ও সড়কে বাড়ছে মানুষের ভীড়। সেই সাথে বিভিন্ন্...

Recent Comments