Tuesday, March 21, 2023
Homeবিনোদনযশ নয়, কার জন্য গাইছেন নুসরাত?

যশ নয়, কার জন্য গাইছেন নুসরাত?

নায়িকা মানেই ডায়েট চার্ট, নিজের বাড়তি যত্ন, তবে দিন শেষে সেও একজন মানুষ। একটু এদিক-সেদিক হতেই পারে। নুসরাতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।  

ভালোবাসার কিছু সামনে পেলে আবেগে ভেসে যান অভিনেত্রী। যশ নন, তার এই ভালোবাসা খাবারের প্রতি। তাকে উদ্দেশ্য করেই গান গাইছেন মেরা দিন ভি কিতনা পাগল হ্যা…চোখেমুখে ভালবাসা পরিষ্কার।

সামনে সাদা সুগন্ধি চালের ভাত, ডাল। এই সুগন্ধ থেকে মুখ ফিরিয়ে থাকা যায়? তাই তো, অভিনেত্রী নিজেও পারলেন না, নিজে হাতে খাবার বেড়ে নিলেন। ক্যাপশনে লিখলেন, সপ্তাহের শেষে মন এবং প্রাণ ভালো করা খাবার। 

সামান্য আয়োজনই বিরাট খুশি নুসরাত। খেতে ভালোবাসেন অভিনেত্রী। রান্নাঘর তার বেশ প্রিয় জায়গা। নুসরাত একজন আদ্যোপান্ত ভোজনরসিক  এ কথা বলা যায়। 

তার ভিডিও মন কেড়েছে অন্য তারকাদের। মিমি চক্রবর্তী বললেন, এই খাবারই সেরা। আবার কেউ বললেন, “ডিম সেদ্ধ মিসিং”। সঙ্গে সঙ্গে নুসরাতের জবাব, আলু ভাতে আর ডিম সেদ্ধ যেন ম্যাজিক! তবে তার অনুরাগীদের বক্তব্য, মাত্র দশ চামচ ভাত? আরেকটু নাও! রোগা হয়ে গেছ অনেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments