বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির সভাপতিত্বে যুক্তফ্রন্টের এক সভা বিকল্পধারার মধ্যবাড্ডাস্থ ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আজ (১৪/০১/২০২৩) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বিদ্যুৎ বিল ৫% বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান হয়। এছাড়া সালফার মিশ্রিত নিম্নমানের ডিজেল আমদানির সরকারের সিদ্ধান্তে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র মাহী বি চৌধুরী এমপি। সভায় যুক্তফ্রন্টকে আরও গতিশীল করার জন্য জাতীয় জনতা পার্টির সভাপতি গণনেতা শেখ আসাদুজ্জামানকে ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার দাশগুপ্তকে ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী জয়কে সমন্বয়ক ও বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের আমির মাওলানা হাফেজ মাসুম বিল্লাহকে সহ-সমন্বয়ক করা হয়। সভায় উপস্থিত ছিলেন – বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব এনায়েত কবির, বাংলাদেশ জনদলের মহাসচিব সেলিম আহমেদ, যুগ্ম মহাসচিব পলাশ আহমেদ, জাতীয় জনতা পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব- জুলফিকার মাহমুদ, যুগ্ম মহাসচিব শেখ আশিকুজ্জামান, বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের মহাসচিব মুফতি ইহসানুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মোশারফ হুসাইন, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টের সহ-সভাপতি চন্দন কুমার, বিকল্পধারা বাংলাদেশের সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু প্রমুখ।