নিজস্ব সংবাদদাতা: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের স্থানীয় রনরামপুর গ্রামের মৃত জানিক সেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ তয়েন সেখের স্বত্ব দখলীয় জমিতে রোপিত বাগানের একাশিয়া চারা গাছ সম্প্রতি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ৪ শতাংশ জমিতে রোপিত ৪০টি চারা গাছ কেটে নেয় বাগানের পাশের বাড়ির সুলতান আলীর স্ত্রী বেদেনা আক্তার গং। তয়েন উদ্দিন জানান, বিক্রিত জমির পুনরায় মালিকানা দাবী করে প্রতিনিয়ত উল্লেখিতরা সময়ে-অসময়ে উৎপাত করত। তিনি দোষীদের শাস্তির দাবি করেছেন।