Thursday, September 28, 2023
Homeঅপরাধরসিকের সেই কাউন্সিলর শিপলু কারাগারে

রসিকের সেই কাউন্সিলর শিপলু কারাগারে

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানার আদালতে তাকে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে থাকা চারটি ওয়ারেন্টভুক্ত মামলার মধ্যে তিনটিতে জামিন মঞ্জুর করা হলেও ১৮১/২২ নম্বর চাঁদাবাজি মামলায় তার জামিন না মঞ্জুর করেন আদালত।

কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে বিক্রির মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত এবং চারটি মামলার ওয়ারেন্টসহ একাধিক মামলার আসামি। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় তাকে নগরীর বিনোদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টায় কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের ব্যবহৃত সরকারি গাড়ির ডাবল ডেকার সিটে বসিয়ে তাকে আদালতে নেওয়া হয়। আদালতে নেওয়ার পর তাকে মেট্রোপলিটন হাজতখানায় রাখা হয়। পরে সোয়া ১টার দিকে তাকে আদালতে তোলা হয়।

আসামি জাকারিয়া আলম শিপলুর আইনজীবী মাহমুদুল হক সেলিম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা চারটি মামলার মধ্যে তিনটি মামলায় আদালত জামিন মঞ্জুর করেছেন। আর একটি মামলা জেলা ও দায়রা জজ আদালতে থাকার কারণে সেটির শুনানি করা সম্ভব হয়নি। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments