Sunday, June 26, 2022
Homeদেশজুড়েজেলার খবররাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

আ.জা. ডেক্স:

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। সাইফুল ফেরদৌস আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯জন, রাজশাহী জেলার ছয়জন ও নওগাঁ জেলার একজন। এ ছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন। তিনি জানান, অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনার তিনজন ও নাটোর জেলার বাসিন্দা একজন। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরমধ্যে রামেক হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রাজশাহী মেডিকেল কলেজে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments